Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

Microsoft Word এর Home Tab শিখুন | MS Word Home Tab Tutorial for Beginners (Part 1)

 

Microsoft Word এর Home Tab শিখুন |  MS Word Home Tab Tutorial for Beginners (Part 1)

MS Word Home Tab: সহজেই প্রফেশনাল ডকুমেন্ট তৈরি করুন!

"আপনি কি জানেন, MS Word-এর Home Tab ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে একটি ডকুমেন্টকে প্রফেশনাল লুক দেওয়া সম্ভব?"

আজকের এই টিউটোরিয়ালে, আমরা শিখব কিভাবে MS Word-এর Home Tab এর প্রতিটি ফিচার কাজে লাগিয়ে টেক্সট ফরম্যাটিং, প্যারাগ্রাফ স্টাইলিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলো সহজেই সম্পন্ন করা যায়।

Table of Content

SL

Topic

01

Home Tab পরিচিতি

02

Clipboard

 

Home Tab এর মূল ফিচারসগুলো:

 

1.          Clipboard Group: কপি, কাট এবং পেস্ট করার সহজতম   অপশন।

2.    Font Group: টেক্সটের ফন্ট স্টাইল, সাইজ, কালার পরিবর্তন এবং অন্যান্য ফরম্যাটিং।

3.    Paragraph Group: প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট, লাইন স্পেসিং এবং বুলেট পয়েন্ট।

4.    Styles Group: রেডিমেড টেক্সট স্টাইল অ্যাপ্লাই করা।

5.    Editing Group: টেক্সট খুঁজে বের করা এবং রিপ্লেস করা।

১ম ক্লাস দেখুন - সহজ মেথডে Microsoft Word File/Document Open করুন এবং Rename করুন | Open and Rename a Microsoft Word File/Document Easily

Clipboard Group-এর ব্যবহার

       Clipboard Group এর সাহায্যে আপনি সহজেই লেখাকে Cut, Copy, Paste করতে পারবেন। সহজেই কন্টেন্ট কপি বা মুভ করার জন্য ব্যবহার করা হয় Clipboard Group। 

Shortcut Key:

  • Cut: Ctrl + X
  • Copy: Ctrl + C
  • Paste: Ctrl + V

ফরম্যাট পেইন্টার (Format Painter):

এক ক্লিকে একটি টেক্সটের ফরম্যাট অন্য টেক্সটে অ্যাপ্লাই করুন।

Format Painter টুল এর সাহায্যে যেকোনো লেখার Format বা Design কে কপি করা যায়। Forman Painter টুল দিয়ে Format কপি করার পর কোনো লেখাকে ড্রাগ করে সিলেক্ট করলে কপি করা Format টি সিলেক্ট করা লেখাতে Paste হয়ে যায়।

Format Painter এর ব্যবহার দেখুন ভিডিওতে.........



Clipboard Group এর পাশে একটা ছোট Arrow চিহ্ন থাকে। Arrow তে ক্লিক করলে একটি Board Open হবে, সেখানে Copy ও Cut করা Word or Sentence দেখতে পারবেন। যখন একাধিক word বা ‍sentence বার বার Copy – Paste এর প্রয়োজন পড়ে তখন Clipboard আপনার Problem কে Slove করবে।


Part 2 তে MS Word Font Group এর বিস্তারিত আলোচনা করা হয়েছে। 



আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে মন্তব্যে জানাতে পারেন। আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে!






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ